আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হৈমন্তীর ইতিকথা’ ও ‘চরিত্র’ নামে দুটি চলচ্চিত্র। রবীন্দ্রনাথের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে ‘হৈমন্তীর ইতিকথা’ পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন।
এ গল্পে উঠে এসেছে যৌতুক প্রথার ভয়াবহ রূপ, একজন নবীন গৃহবধূর নিষ্ঠুর নির্মম মানসিক যন্ত্রণার উপাখ্যান। আরও দেখা যাবে একটি পরিণত বয়সের স্বামী-স্ত্রী যুগলের যাপিত জীবনের কামনা-বাসনা প্রেম রোমাঞ্চের অনবদ্য মুহূর্ত। এতে অভিনয় করেছেন ঐশিকা ঐশি, সাইফ খান, ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেন, মুনা আক্তার, অরূপ কুণ্ডু, মো. আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আব্দুল হামিদ, আনিছুর রহমান, শিশুশিল্পী সিমন্তিনী চৌধুরী প্রমুখ।
অন্যদিকে দ্বীন ইসলাম পরিচালিত ‘চরিত্র’ ছবিতে আবহমান গ্রামবাংলা ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন মাসুম আজিজ, দ্বীন ভাই, কান্তা নূর, গুলশান আরা পপি, সমু চৌধুরী, সম্পা নিজাম, বড়দা মিঠু, ফারুক আহমেদ, আমির সিরাজী, মিষ্টি মারিয়া, ফরহাদ হোসেন প্রমুখ।