ওপার বাংলার ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন মধুমিতা সরকার। নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই সুন্দরী। বিবাহবিচ্ছেদের পর কারও সঙ্গে সম্পর্কে জড়াতে দেখা যায়নি তাকে। তবে এই দুর্গাপূজায় পুনরায় সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা।
সপ্তমীর রাতে ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন সময়ের আলোচিত এই তারকা। যে ছবিতে দেখা যাচ্ছে, চারদিকে আলো-আঁধারি। হাতে হাত ধরে বসে আছেন দু’জনে।
মধুমিতা পোস্ট করে লিখেছেন, নতুন গল্পের শুরু। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’
বিয়ে করছেন কিনা জবাবে মধুমিতা বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’
বলে রাখা ভালো, সৌরভ চক্রবর্তী এবং মধুমিতা সরকার ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন। ২০১১ সালের দিকে তাদের প্রেমের শুরু। রিল লাইফ সম্পর্ক ক্রমশ পরিণতি পায় রিয়েল লাইফ বিয়েতে। ধারণা করা হয় ২০১৫ সালেই বিয়ে করেছিলেন এই জুটি।
কিন্তু সংসারে সুখ বেশি দিন স্থায়ী হয়নি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে মধুমিতার।
সিরিয়ালের গণ্ডি পেরিয়ে ক্যারিয়ারে ‘লাভ আজকাল’, ‘চেন্নাই’, ‘দিলখুশ’সহ ১১টি সিনেমায় অভিনয় করেছেন মধুমিতা সরকার। এছাড়া ‘উত্তরণ’, ‘শ্রীকান্ত’ ও ‘জাতিস্মর’ নামে তিনটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।