26 C
Dhaka
Friday, October 18, 2024

জেলের জালে ধরা পড়ল ৬০ কেজি ওজনের পাখি মাছ

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এমবি রফিকুল ইসলাম নামে একটি ট্রলিংয়ে ৬০ কেজির একটি পাখি মাছ ধরা পড়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে গেলে মাছটিকে এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা খুবই কম, মাছটি মেসার্স আব্দুল্লাহ ফিসের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সাগর মাছটি গড়ে ২০০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন।

আরো পড়ুন  পুলিশ হেফাজতে হত্যার অভিযোগ, ৬ বছর পর মামলা

মেসার্স আব্দুল অফিসের স্বত্বাধিকারী ইউসুফ কোম্পানি বলেন, দীর্ঘদিন পরে একটি পাখি মাছ আমার আড়তে এসেছে এই প্রজাতির মাছ এখন কম ধরা পরে। আগে আরও বেশি ধরা পড়ত এই মাছ। আমাদের এই অঞ্চলে এর চাহিদা বেশি না থাকলেও রাজধানীসহ দেশের বাইরে চাহিদা বেশি।

কলাপাড়া উপজেলা কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে বলেন, পাখি মাছ গভীর সমুদ্রে থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ে।

আরো পড়ুন  গণহত্যাকারীদের বিশেষ আদালতে বিচার করতে হবে : এবি পার্টির মঞ্জু

সর্বশেষ সংবাদ