23 C
Dhaka
Thursday, November 21, 2024

জব্দকৃত ইলিশ গেল এতিমখানায় | কালবেলা

নোয়াখালীর বেগমগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করায় ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

রোববার (১৩ অক্টোবর) সকালে চৌমুহনীর গোলাবাড়িয়া মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার।

জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এর প্রথম দিনে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন মাছ বাজার পরিদর্শন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি করতে আনা প্রায় ৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং পরে তা দুটি এতিমখানায় বিতরণ করা হয়।

আরো পড়ুন  গাইবান্ধায় চুড়ি পট্টিতে আগুন, পুড়লো ১০টি দোকান

মাসুমা আক্তার বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, কেনা-বেচা নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয় এবং জব্দকৃত ৪৫ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ