25 C
Dhaka
Friday, November 22, 2024

চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা জগন্নাথদিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবদীন (৫৫) জগন্নাথদীঘি ইউনিয়ন মধ্যম সাহাপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রহমানের ছেলে। তিনি সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

দুর্ঘটনার তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা আব্দুল জব্বার।

আরো পড়ুন  ভালোবাসার টানে ২০ বছর স্ত্রীর কবরের পাশে শাজাহান

তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ দিক থেকে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল এসে জয়নাল আবদীনকে ধাক্কা দেয়। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত জয়নালকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিফাতুল হক তাসবি জানান, স্কুল শিক্ষক জয়নাল আবদীনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরো পড়ুন  ৮ গোপন কেন্দ্রের সন্ধান পেল গুম তদন্ত কমিশন

চৌদ্দগ্রাম মিয়াবাজার ফাড়ি থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন। তবে বিস্তারিত জানেন না।

সর্বশেষ সংবাদ