22 C
Dhaka
Friday, November 22, 2024

নদীতে লাফ দিয়েও খুঁজে পেলেন না বাবাকে

নওগাঁয় প্রতিমা বিসর্জনের দিন ৬২ বছরের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) ছোট যমুনা নদীতে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। শহরের দহের ঘাট নামক এলাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করছেন।

নিখোঁজ ওই ব্যক্তির নাম চিত্তরঞ্জন চক্রবর্ত্তী। তিনি পার নওগাঁ এলাকার একটি স্কুল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রাত পৌনে ১১টার দিকে মুঠোফোনে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ চিত্তরঞ্জন চক্রবর্তীর আত্মীয় মানিক কুমার সাহা।

আরো পড়ুন  ‘ধাক্কা মেরেছে, হাত ধরে টান দিয়েছে’ এমন ভুতুড়ে কাণ্ডে অসুস্থ ২০ ছাত্রী

মানিক কুমার সাহা বলেন, ‘চিত্তরঞ্জন চক্রবর্ত্তী আমার মেসো হয়। রোববার তিনি শহরের আলুপট্টি এলকার পার-নওগাঁ বারোয়ারী সার্বজনীন পূজা মন্ডপের নৌকায় ছিলেন। সন্ধ্যার দিকে চলন্ত নৌকা থেকে হঠাৎ নদীতে পড়ে যান তিনি। দেখতে পেয়ে তার ছেলে গৌড় চক্রবর্ত্তী বাবাকে ‍উদ্ধারে নদীতে লাফ দেন। কিন্তু খুঁজে পাননি। তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারের চেষ্টা করছেন।’

আরো পড়ুন  দোকান ভাঙচুরের সময় সেনাবাহিনীর হাতে ধরা, সেই দুজনের পরিচয় মিলেছে

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী কালবেলাকে বলেন, তাকে উদ্ধারের জন্য আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। পাশাপাশি রাজশাহী থেকে একটি ডুবুরি দল এসে তাকে খোঁজার চেষ্টা করবেন।

সর্বশেষ সংবাদ