28 C
Dhaka
Saturday, October 19, 2024

পিরোজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার | কালবেলা

বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুর শহরের শেখপাড়ায় তার বাবার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করে র‌্যাব। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন পিরোজপুর সদর থানার ওসি মো. আব্দুস সোবহান।

আরো পড়ুন  চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

গ্রেপ্তারকৃত রেজাউল করিম খান (৩১) পিরোজপুর সদর উপজেলার কালিকাঠি গ্রামের আমীর আলী খানের ছেলে। তিনি ২০১২ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৪ এপ্রিল রাতে মাহফিল থেকে ফেরার পথে রেজাউল এবং সহযোগীরা তার‌ই আপন ফুপাতো ভাই ফিরোজ মাঝিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। রেজাউলের কাছে ফিরোজের বোনকে বিয়ে দিতে না চাওয়ার জেরে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঘটনার পরের দিন ফিরোজের মা নাসিমা বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আরো পড়ুন  যুবলীগ নেতাকে প্রকাশ্যে কোপাল দুর্বৃত্তরা

পরে ২০১৭ সালের ৩১ জুলাই পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান ফিরোজসহ আরও ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ফিরোজের মা রেকসোনাসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তবে মামলার রায় ঘোষণার আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিল রেজাউল।

পিরোজপুর সদর থানার ওসি মো. আব্দুস সোবহান জানান, গ্রেপ্তারকৃতকে আজ সোমবার আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন  প্রেমিকাকে বিয়ে করতে বাবা-মায়ের কাছে বায়না, না পেয়ে আত্মহত্যা

সর্বশেষ সংবাদ