17 C
Dhaka
Tuesday, December 10, 2024

নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

নাটোরের সদর উপজেলায় ট্রাকচাপায় সুমন আহমেদ নামে এক ব্র্যাক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় সুমন আহমেদের স্ত্রীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নাটোর মাদ্রাসার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন আহমেদ নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম মোহামেদের আপন ছোট ভাই।

আরো পড়ুন  মাত্র ৩৯ সেকেন্ডে ডুবে গেল হাউসবোট!

স্থানীয়রা জানান, একটি ট্রাক বগুড়ার দিক থেকে এসে নাটোর মাদ্রাসার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশার যাত্রী সুমন আহমেদ ঘটনাস্থলে মারা যান।

এ সময় সুমন আহমেদের স্ত্রীসহ বেশ কয়েকজন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ ট্রাক ও ট্রাকচালককে আটক করে থানায় নিয়ে গেছে।

আরো পড়ুন  চিত্রা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের পুলিশ সুপার (এসপি) মারুফাত হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচাপায় নিহতের ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ সংবাদ