29 C
Dhaka
Thursday, November 21, 2024

‘মেট্রোরেলে আগুন, পুলিশ হত্যা’: সমন্বয়ক হাসিবকে ‘শোকজ’

“মেট্রোরেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এত সহজে ‘বিপ্লব’ অর্জন করা যেত না” বলে মন্তব্যের কারণে কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলামকে কারণ দর্শাতে বলেছে সরকার পতন আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তার দেওয়া এই বক্তব্য তুমুল আলোচনার তৈরি করলে এ নিয়ে তর্ক-বিতর্কের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হল।

রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ জারি করা হয়।

আরো পড়ুন  দুই ডজন মামলার আসামি গলাকাটা শহিদ গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “হাসিব আল ইসলাম (সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) বেসরকারি টেলিভিশনের এক টকশোতে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

“হাসিব আল ইসলামকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার ‘আপত্তিকর’ মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব শুরু থেকেই সরকারি চাকরিতে কোটা নিয়ে শুরু হওয়া আন্দোলনে নেতৃত্বে ছিলেন। সরকার পতনের দুই দিন আগে গত ৩ আগস্ট ঘোষিত ১৫৮ সদস্যের সমন্বয়ক টিমে তার নাম ছিল ১৩ নম্বরে।

আরো পড়ুন  বাংলাদেশিদের তথ্য বিক্রি করে দিয়েছেন দুই পুলিশ কর্মকর্তা

কারণ দর্শানো নোটিসের প্রতিক্রিয়ায় হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সংগঠনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। তবে আমি কাউকে ব্যক্তিগতভাবে এখন কোনো বক্তব্য দেব না। আনুষ্ঠানিকভাবে সবার উদ্দেশে বক্তব্য দেব।”

হাসিবকে নোটিস দেওয়ার বিষয়ে আব্দুল হান্নান মাসউদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। একাধিকবার কল করা হলেও তিনি তা গ্রহণ করেননি।

আরো পড়ুন  কমলাপুরে চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে আগুন

গত ২৬ অক্টোবর বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের টক শো ‘প্রযত্নে বাংলাদেশ’ এর একটি পর্বে আলোচক হিসাবে যোগ দেন হাসিব।

ওই অনুষ্ঠানেই আন্দোলনের সময় মেট্রো স্টেশনে আগুন এবং পুলিশ হত্যা নিয়ে কথা বলেন হাসিব।

রাষ্ট্রপতি অপসারণ বিষয়ে উপস্থাপক প্রশ্ন রেখেছিলেন- রাষ্ট্রপতির কাছে যখন শপথ নেওয়া হয়েছিল, তখন কী আপস হয়নি

সর্বশেষ সংবাদ