29 C
Dhaka
Friday, October 18, 2024

বিপিএল খেলবেন আলোচিত প্রোটিয়া ও ইংলিশ তারকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বিদেশি খেলোয়াড়রা খেলতে আসেন না বলে বেশ সমালোচনা বরাবরই হয়ে থাকে। তবে এবার আসন্ন আসরে রয়েছেন বেশ কিছু বাইরের তারকা ক্রিকেটার। যার মধ্যে নতুন চমক নিয়ে আসছেন ইংল্যান্ডের পেসার রিস টপলি এবং দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার। প্রথমবারের মতো এই দুই বিদেশি তারকা বিপিএলে খেলতে যাচ্ছেন।

আরো পড়ুন  বিপিএলের ১১তম আসরে মাঠে নামবে যে সাত দল

বিপিএলের দলবদলের পঞ্চম সেটে ৭টি দল মোট ১৪জন খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পেলেও কেবল দুটি দল তাদের সুযোগ কাজে লাগিয়েছে। ফরচুন বরিশাল বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার বার্গারকে, আর সিলেট স্ট্রাইকার্স দলে নিয়েছে ইংল্যান্ডের বামহাতি পেসার রিস টপলিকে।

৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা টপলি ইতিমধ্যে আইপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। তার গড় ২৮.৮৪ এবং উইকেট সংখ্যা ৩৩। বিপিএলে প্রথমবার খেলতে নামছেন তিনি।

আরো পড়ুন  এবারের বিপিএল ড্রাফটে ৪৪০ বিদেশি ক্রিকেটার

অন্যদিকে, নান্দ্রে বার্গারের আন্তর্জাতিক ক্যারিয়ার নতুন হলেও তিনি এরই মধ্যে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার টেস্ট উইকেট সংখ্যা ১৪ এবং মোট ২১টি উইকেট শিকার করেছেন। বিপিএলে বরিশালের হয়ে বার্গার প্রথমবারের মতো মাঠে নামবেন।

এই দুই পেসারের অন্তর্ভুক্তি বিপিএলে নতুন উত্তেজনা তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন  ম্যানইউর নজরে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার

সর্বশেষ সংবাদ