26 C
Dhaka
Saturday, January 11, 2025

আমার দেশ পত্রিকা কবে বাজারে আসছে, জানালেন মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকা বাজারে কবে আসবে সে বিষয়ে কথা বলেছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে আমার দেশ পত্রিকা বাজারে আসবে।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, ‘আল্লাহ যদি চান ডিসেম্বরে মধ্যে পাঠকদের হাতে আমার দেশ পত্রিকা তুলে দেব। হাতে আড়াইমসেরও কম সময় রয়েছে। এর মধ্যেই সব কাজ শেষ করব।’

আরো পড়ুন  ‘পোশাক কারখানার পরিস্থিতি এখন স্বাভাবিক’

পত্রিকাটির সম্পাদক বলেন, ‘আমার দেশ স্বাধীনতার কথা বলবে, ভারতীয় কর্তৃত্বের বিরুদ্ধে আওয়াজ তুলবে, গুম-সন্ত্রাসীর বিপক্ষে আওয়াজা তুলবে। শুধু সরকারের কাছে চাওয়া, এই পত্রিকা চালুর ব্যাপারে যেন আইনি বাধায় না পড়ে সেই সহযোগিতা করা।’

তিনি বলেন, ‘আমাকে টুকরো টুকরো করতে না পেরে আমার দেশ পত্রিকার ছাপাখানাটিকে টুকরো টুকরো করেছে, এটাই শেখ হাসিনার ফ্যাসিবাদী চরিত্র। অথচ বড় বড় কোনো সম্পাদকের মুখে এর কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি, আর এটাই মিডিয়ার চরিত্র।’

আরো পড়ুন  ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা: ওবায়দুল কাদের

মাহমুদুর রহমান বলেন, ‘আমরা কোনো ব্যবসা নাই। এই পত্রিকা চালাব আর লিখালিখি করব। এটিকে দাঁড় করিয়ে অবসরে যাব। আমাদের কোনো টাকা নাই। আপাতত অন্য প্রেস থেকে পত্রিকা ছাপানোর বিষয়ে চূড়ান্ত হয়েছে। তবে পত্রিকা বের করার জন্য অফিস দরকার, কম্পিউটার দরকার এবং টেকনোলিজি দরকার। এগুলো সেটাপ করতে হবে।’

তিনি বলেন, ‘যারা এখানে কাজ করবেন তাদের সেবার মানসিকতা নিয়ে আসতে হবে। মেধা অনুযায়ী যে বেতনভাতা দেওয়া উচিত, সেটা আমার দেশের নেই।’

আরো পড়ুন  মজুতদারদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইন হচ্ছে

সর্বশেষ সংবাদ