30 C
Dhaka
Friday, October 18, 2024

বরিশালে গণজমায়েতে নিষেধাজ্ঞা

বরিশাল মেট্রোপলিটন এলাকায় অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যে কোনো গণজমায়েত ও মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বসাধারণের অবগতির জন্য জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন  চট্টগ্রামে ভালোবাসায় সিক্ত কালবেলা | কালবেলা

বিষয়টি স্বীকার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি ঢাকায় কোর কমিটির সভা হয়েছে। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী বিএমপি এলাকায় গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

তিনি বলেন, এখন থেকে বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যে কোনো গণজমায়েত ও মাইক ব্যবহার করতে হলে আগে পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করে অনুমতি নিতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন  অনলাইন জুয়ার দুর্গে আবারও যৌথবাহিনীর হানা, গ্রেপ্তার ৪

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন দাবি এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে আন্দোলন, সভা-সমাবেশ এবং মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন।

এ ক্ষেত্রে কখনো কখনো ব্যস্ততম সড়ক আটকে যানবাহন এবং সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে আসছিল।

সর্বশেষ সংবাদ