29 C
Dhaka
Wednesday, October 23, 2024

কক্সবাজার সৈকতে জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সৈকতে জেটস্কি থেকে পানিতে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জেটস্কি চালক পলাতক রয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিভাবে পর্যটকের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ৪৫ বছর বলে জানা গেছে।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন  ইউটিউব দেখে নিজ ঘরেই জালনোট বানাতেন তারপর...

তিনি বলেন, কক্সবাজার ভ্রমণে আসা এক পর্যটক জেটস্কিতে চড়ে সাগরে নামেন। এক পর্যায়ে তিনি জেটস্কি থেকে পানিতে পড়ে যান। এ সময় জেটস্কিচালক নানাভাবে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে লাইফগার্ড কর্মীরা দ্রুত উদ্ধারে নামেন। তাকে উদ্ধারের পর কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন কালবেলাকে বলেন, সাগরে জেটস্কি থেকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু হয়েছে। নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই জেটস্কিচালক পালিয়ে গেছে। পর্যটকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে।

আরো পড়ুন  কমছে পানি, ভেসে উঠছে ক্ষত

সর্বশেষ সংবাদ