বেশ বড় সমস্যায় পেড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের হয়ে খেলার সময় বার্সার উদীয়মান তারকা লামিন ইয়ামাল হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন, যা তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে দূরে রাখতে পারে, যার মধ্যে পড়তে পারে বহু প্রতীক্ষিত রিয়াল মাদ্রিদের বিপক্ষের “এল ক্লাসিকো” ।
ইয়ামাল, যিনি এই মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছেন, শনিবার ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ১-০ গোলের জয়ের ম্যাচের শেষ মুহূর্তে মাঠ ছাড়তে বাধ্য হন। ১৭ বছর বয়সী এই উইঙ্গার স্পেনের ম্যাচে ৯৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এবং চিকিৎসার জন্য বার্সেলোনায় ফিরে আসেন।
বার্সেলোনা একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ইয়ামালের চোটের বিষয়টি নিশ্চিত করেছে, জানিয়েছে যে তার বাম হ্যামস্ট্রিংয়ে টান ধরা পড়েছে। ক্লাবটি জানিয়েছে, ‘আজ (গতকাল) সকালে মূল দলের খেলোয়াড় লামিন ইয়ামালের পরীক্ষায় দেখা গেছে যে তার বাম হ্যামস্ট্রিংয়ে টান রয়েছে। তার অনুশীলনে ফেরার সময় নির্ধারিত হবে তার সুস্থতার উপর নির্ভর করে।’
তার চোটের সময়সীমা এখনও নিশ্চিত না হলেও, এটি প্রায় নিশ্চিত যে ইয়ামাল রোববার (২০ অক্টোবর) সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার লা লিগা ম্যাচটি মিস করবেন। এছাড়া আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে “এল ক্লাসিকো”র মতো গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকায়, বার্সেলোনা তার দ্রুত সুস্থতা কামনা করছে।
এই মৌসুমে ইয়ামাল বার্সেলোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সব প্রতিযোগিতায় ক্লাবের ১২টি ম্যাচের মধ্যে ১১টিতে শুরুর একাদশে ছিলেন। তিনি এবং রবার্ট লেভানডোভস্কি একসঙ্গে লা লিগায় বার্সেলোনার ২১টি গোলে সরাসরি অবদান রেখেছেন, যা ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে সর্বাধিক গোলস্কোরিং জুটি।
এই চোট বার্সেলোনার জন্য এক গুরুত্বপূর্ণ সময়ে এসেছে, এবং কোচ হ্যান্সি ফ্লিক আশা করবেন যে ইয়ামালের অনুপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না, কারণ দলের সাফল্যের জন্য তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।