26 C
Dhaka
Friday, October 18, 2024

শীতের আগাম বার্তা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

গত কয়েক দিন ধরে আগের মতো গরম অনুভূত হচ্ছে না। বিশেষ করে শেষ রাতে ও সকালে কিছুটা শীত শীত অনুভূত হয়। আজকের সকালটাও ছিল একই রকম। বাতাসে পাওয়া গেছে শীতের আবহ। এদিকে শীত নিয়ে কোনো বার্তা না দিলেও দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্র কমার ব্যাপারে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

আরো পড়ুন  সারজিসের নেতৃত্বে দুদকে ৪ সদস্যের দল

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগ তথা- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের পূর্বাভাসে বলা হয়েছে, দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো পড়ুন  যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপড়েন কেটেছে : পররাষ্ট্র উপদেষ্টা

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরো পড়ুন  দৌলতদিয়া-পাটুরিয়ায় ঈদযাত্রা ঘিরে নানা উদ্যোগ

সর্বশেষ সংবাদ