23 C
Dhaka
Thursday, November 21, 2024

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি যুবদল সাধারণ সম্পাদকের

দীর্ঘ ১৬ বছর দেশের মানুষের প্রতি যে অন্যায় হয়েছে, সেই প্রতিটি অন্যায়ের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগাছায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নূরুল ইসলাম নয়ন বলেন, দীর্ঘ ১৬ বছর দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। ভিন্নমতের মানুষদের দমনপীড়ন করা হয়েছে। গুম, হত্যা ও লুটপাট করা হয়েছে। আমরা বারবার দাবি জানিয়ে আসছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে প্রতিটি অন্যায়ের জন্য তাকে বিচারের মুখোমুখি করার।

আরো পড়ুন  আনন্দঘন পরিবেশে নরসিংদীতে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নূরুল ইসলাম নয়ন আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন থেকে মানুষকে মুক্ত করতে দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি চান দেশের মানুষ যেন ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগে এত বছর যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন সেইসব পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে কেউ যেন আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

আরো পড়ুন  খুতবায় আন্দোলনে নিহতদের কথা বলায় লাঞ্ছিত, চাকরি ছাড়লেন ইমাম

উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত ওই পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আফছার আলী।

এ সময় রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস, কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসা, পীরগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান রেজা, জিল্লুর রহমান, আলমগীর কবির, জাকির আহম্মেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুমন, গোলাম মোস্তফাসহ যুবদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  সিলেট আবারো সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা

পথসভা শেষে পীরগাছা বাজারের বিভিন্ন অলি-গলি, দোকানপাট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ