17 C
Dhaka
Sunday, January 19, 2025

আনন্দঘন পরিবেশে নরসিংদীতে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘দৈনিক কালবেলা’ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাতে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, বালুয়াকান্দী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও জেলার সুজন সম্পাদক সাংবাদিক হলধর দাস, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার ও মাখন দাস।

আরো পড়ুন  আ.লীগের দুপক্ষের সংঘর্ষে যুবকের কবজি বিচ্ছিন্ন

নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলা পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি এনামুল হক রানা।

শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন, সরকার পরিবর্তনের পেক্ষাপটে দেশের বর্তমান পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে কালবেলা যে সংবাদ পরিবেশন করছে, তাতে অল্প সময়ের মধ্যেই এ পত্রিকাটি পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আরো পড়ুন  সাবেক এমপি টগরসহ ১২২ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

সর্বশেষ সংবাদ