20 C
Dhaka
Sunday, January 19, 2025

‘ন্যাটো ভূখণ্ডে আক্রমণ করতে পারে রাশিয়া’

অচিরেই ন্যাটো ভূখণ্ডে আক্রমণ করতে পারে রাশিয়া। এমনই বিস্ফোরক তথ্য দিয়েছে সামরিক জোটটির প্রভাবশালী এক সদস্য। বলা হচ্ছে, চলতি দশকের শেষের দিকে রুশ সেনারা ন্যাটোভুক্ত দেশ আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবে।

জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ব্রুনো কাহলের বরাত দিয়ে এমন তথ্য দেয় তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

আরো পড়ুন  ইসরায়েলকে আরও ১ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জার্মান এ গোয়েন্দা কর্মকর্তা জানান, বিভিন্ন নাশকতার মাধ্যমে ইউক্রেনের মিত্রদের বাধা দেওয়ার মাধ্যমে ন্যাটো আক্রমণের প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলছে রাশিয়া। এমনকি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটটির সঙ্গে মস্কোর সংঘাত এখন একটি বিকল্প হয়ে উঠেছে।

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান থমাস হাল্ডেনওয়াং জানান, জার্মানিতে রাশিয়ান গুপ্তচরবৃত্তি এবং নাশকতা বৃদ্ধি পাচ্ছে। সেটি আক্রমণের ধরন ও পরিমাণ উভয়ভাবেই বাড়তে দেখা যাচ্ছে। এছাড়া রাশিয়া জার্মানির বিরুদ্ধে বিভিন্ন গুজব প্রচার ও দেশটির সংবেদনশীল স্থানে গুপ্তচরবৃত্তির জন্য ড্রোন মোতায়েন করেছিল। এসব কাজে তারা বিপুল অর্থের প্রস্তাব দিয়ে বিভিন্ন দেশ থেকে লোকবল নিয়োগ করতে চেয়েছিল বলেও জানান জার্মান গোয়েন্দাপ্রধান।

আরো পড়ুন  মাঝ-আকাশে বিমানে তীব্র ঝাঁকুনি, ৪০ যাত্রী আহত

জার্মানির সামরিক গোয়েন্দা প্রধান মার্টিনা রোজেনবার্গ জানান, জার্মান সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে রাশিয়ার গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক কার্যকলাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাশিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে ছিল- ইউক্রেনে সরবরাহ করা জার্মান অস্ত্র দখল করা এবং জার্মানির সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র প্রকল্পের ওপর নজরদারি করা।

সর্বশেষ সংবাদ