16 C
Dhaka
Sunday, January 19, 2025

রাস্তার পাশে পড়ে ছিল শতবর্ষী বৃদ্ধের মরদেহ

রংপুর পীরগাছায় মহির উদ্দিন (১১২) নামে শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানি মনিরাম এলাকায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম দর্জিপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে রংপুর-চৌধুরানি-সুন্দরগঞ্জ সড়কের তেয়ানি মনিরাম এলাকায় অজ্ঞাত ওই বৃদ্ধের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিষয়টি জানাজানি হলে মরদেহটি মহির উদ্দিনের বলে শনাক্ত করেন স্বজনরা। মহির উদ্দিন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

আরো পড়ুন  মাদারীপুর হিমাগারে মজুত লাখ লাখ ডিম, সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে দাম!

পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ