22 C
Dhaka
Friday, November 22, 2024

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় যুবক আটক

পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় শান্ত ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত এলাকার বর্মতোল এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে বিজিবি।

রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা (এএসসি)।

আটককৃত যুবক শান্ত ইসলাম ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ গ্রামের মৃত হালিম ব্যাপারির ছেলে।

আরো পড়ুন  পর্যটক এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, ভাঙলো যাত্রীর মোবাইল

বিজিবি জানায়, পঞ্চগড় জেলার সদর থানাধীন ঘাগড়া বিওপির সীমান্ত পিলার ৭৫৪/এমপি থেকে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বর্মতোল নামক স্থান দিয়ে বুধবার সন্ধ্যায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। পরে ওই এলাকার মানবপাচারকারী ইউসুফ আলী বাড়িতে অভিযান চালালে শান্ত ইসলাম নামে যুবককে আটক করে বিজিবি। এ সময় পালিয়ে যায় মানব পাচারের সঙ্গে জড়িতরা।

পরে আটক যুবক জিজ্ঞাসাবাদে জানায়, ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দুজন দালালের মাধ্যমে তিনি মানবপাচারকারী ইউসুফ আলীর বাড়িতে যান। মানব পাচারকারী ইউসুফ আলীর সঙ্গে আরও ৫-৬ জন মানব পাচারকারী সিন্ডিকেট সদস্য তাকে পাচারের কাজে সম্পৃক্ত রয়েছে বলেও জানান।

আরো পড়ুন  চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে ‘সিডিএফ’র যাত্রা

এদিকে আটক শান্তকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ৩টি মোবাইল ফোনসহ পঞ্চগড় সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যায় শান্ত ইসলাম নামে এক যুবককে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ী আটক করা হয়েছে। এ ঘটনায় পাচারকারী সদস্য শান্ত ইসলাম ও ইউসুফ আলীসহ জড়িত আরও ৫ জনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।

আরো পড়ুন  কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে সাংবাদিকদের মিলনমেলা

সর্বশেষ সংবাদ