17 C
Dhaka
Sunday, January 19, 2025

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত

সিরাজগঞ্জের কামারখন্দের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সা‌ড়ে ৭ টার দি‌কে উপজেলার সীমান্তবাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম।

নিহতরা হলেন- রংপুর জেলার ঘোড়াঘাট গ্রা‌মের মো. মুক্তার হো‌সে‌নের ছে‌লে মো. আশরাফুল (২৩) ও মোহাম্মদ আলীর ছে‌লে মো. রনি (২২)।

আরো পড়ুন  ‘দেশে সিন্ডিকেটের কোনো কার্যকারিতা নেই’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সা‌ড়ে ৭টার দি‌কে উপজেলার সীমান্তবাজার মহাসড়কে উত্তরবঙ্গগামী রোডের পাশে একটি মালবাহী ট্রাকের টায়ার পাংচার হয়। চালক ট্রাক থামিয়ে ট্রায়ার পরিবর্তন কর‌ছি‌লেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপ পেছন থেকে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন  ব্রেকফেল লরির চাপায় প্রাণ গেল ২ যুবকের

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম ব‌লেন, সকালে সড়ক দুর্ঘটনায় স্পটেই দুজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ