22 C
Dhaka
Tuesday, December 3, 2024

নোয়াখালীতে দখলমুক্ত ফুটপাত, ব্যবসায়ীদের জরিমানা

নোয়াখালীর চাটখিল পৌরবাজারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণের জন্য অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে চাটখিল উপজেলা ও পৌর প্রশাসনের। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ কর্মসূচিতে সেনাবাহিনী, পুলিশ, আনসার, ছাত্র প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের প্রথম দিনে দুইশোর ফুটপাতের অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হয়। এ সময় ১৪ জন দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন  রাজধানীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিকশাচালকরা

ফুটপাত দখলমুক্ত হওয়ায় পৌরবাসী স্বস্তি প্রকাশ করেছে। চাটখিল পৌরসভার স্থানীয় বাসিন্দা ইয়াসিন চৌধুরী বলেন, ‘ফুটপাতের কারণে পৌর বাজারের সড়কে চলাচল কঠিন হয়ে গেছে। এই ফুটপাতগুলোকে দখলমুক্ত করার জন্য আমরা অনেক বছর ধরে দাবি জানিয়ে আসছি। এবার অভিযান চালিয়ে ফুটপাতকে দখলমুক্ত করা হয়েছে। আশা করি আগামী দিনে ফুটপাতে এরকম দখলমুক্ত থাকবে।’

আরো পড়ুন  এসএসসির ফল: সারাদেশে ৮ শিক্ষার্থীর আত্মহত্যা, হাসপাতালে ৩

চাটখিল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন, ‘উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে গত কয়েকদিন ধরে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিল। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এ উচ্ছেদ কর্মসূচি অব্যাহত থাকবে। যেসব দোকানদার পুনরায় অবৈধ দখল কাজের সঙ্গে যুক্ত হবে, আমরা তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো পড়ুন  এমপি আনার হত্যা মামলা লড়তে কেন আইনজীবী চান না শিলাস্তি?

সর্বশেষ সংবাদ