29 C
Dhaka
Saturday, July 27, 2024

ইসরাইলের সঙ্গে আরও গভীর সম্পর্ক চায় ভারত

লোকসভা নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানানোয় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরাইলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার কথাও জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৬ জুন) অভিনন্দন জানাতে মোদির সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। এরপরেই সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী।

তিনি লেখেন,
ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলে আমি আনন্দিত। ভারতের জনগণের প্রতি তার উষ্ণ অভিনন্দন ও সম্মানের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা ভারত-ইসরাইল কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে উন্মুখ হয়ে আছি।

আরো পড়ুন  শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

ফোনকলে কথা বলার আগে এক্সে পোস্ট দিয়েও মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

মোদি এবং তার দল বিজেপির জয় ভারত-ইসরাইলের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে নিজের প্রত্যাশার কথা জানান নেতানিয়াহু।

বুধবার (৫ জুন) এক্সে দেয়া ওই পোস্টে নেতানিয়াহু বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয় পাওয়ায় আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আশা করছি, তার নতুন মেয়াদে ভারতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বাধাই হো!’

আরো পড়ুন  ৭২ বছর বয়সে ১২ বছরের কিশোরীকে বিয়ের চেষ্টা, অতঃপর...
সর্বশেষ সংবাদ