সাকিব আল হাসানের টেস্ট থেকে বিদায় নেওয়ার স্বপ্ন এখন অনেকটাই দুঃস্বপ্নের রূপ নিয়েছে। মিরপুরে বিদায়ী টেস্ট খেলার পরিকল্পনা ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে সেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সরকারের পরামর্শে সাকিব আল হাসান আপাতত দেশে ফিরছেন না। বিষয়টি তার নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে বলে জানানো হয়।
সাকিব বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে তিনি বাংলাদেশের গণমাধ্যমকে জানান, তাকে আপাতত দেশে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত তার নিরাপত্তার কারণে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিসিবির ক্রীড়া উপদেষ্টাও নিশ্চিত করেছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাকিবকে এখনই দেশে ফিরতে নিরুৎসাহিত করা হয়েছে।
এদিকে সাকিব ইস্যুতে বাংলাদেশে চলছে ব্যাপক আলোচনা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তার জানা মতে, সাকিব নিজেই নিরাপত্তার কারণে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
এই উত্তাল পরিস্থিতির মধ্যেই সাকিব আল হাসানের একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। সেখানে সাকিবকে বলতে শোনা যায়, ‘আমার জীবন, আমার নিয়ম। আমার স্টাইল, আমার মনোভাব। আপনি আমাকে ঘৃণা করতে পারেন বা ভালোবাসতে পারেন, আমি কেয়ার করি না। কিন্তু আমাকে নিয়ে খেলবেন না।’
ভিডিওটি শুট করা হয়েছিল গত বছর, তবে বর্তমানে সাকিবকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে এটি আবার আলোচনায় এসেছে। এই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেখানে এটি সাকিবের ব্যক্তিত্ব এবং মনোভাবের প্রকাশ বলে ভাবছেন অনেকে।