26 C
Dhaka
Friday, October 18, 2024

এবার সাকিবকে নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল

দেশে ফিরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার সুযোগ না পাওয়া নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাকিব আল হাসান। তবে তার প্রতি মানুষের ক্ষোভকে অযৌক্তিক মনে করছেন না অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সাকিবের নীরবতা এবং সরকারের প্রতি তার সমর্থনের কারণে ভক্তদের ক্ষোভ সৃষ্টি হয়। দেশব্যাপী আন্দোলন চলাকালে অনেক তারকাই সমর্থন প্রকাশ করেছিলেন, কিন্তু সাকিব তখন নীরব ছিলেন এবং সরকারের পাশে ছিলেন। এ ঘটনার প্রেক্ষিতেই দেশের মানুষের ক্ষোভ বাড়তে থাকে, যা তার শেষ টেস্ট খেলার পরিকল্পনায় প্রভাব ফেলে।

আরো পড়ুন  ইয়ামালের জন্য ৩২৩৬ কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান বার্সার

১৭ অক্টোবর রাতে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে আসিফ নজরুল বলেন, ‘সাকিব আমাকে বেশ কয়েকবার ফোন করেছিল। আমি তাকে বলেছিলাম, এই বিষয়ে আমার কিছু বলার নেই, বরং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা বলো।’

আসিফ নজরুল আরও বলেন, ‘সাকিবের মতো একজন ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আসেনি। তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হতে পারতেন। কিন্তু যখন দেশের মানুষ আন্দোলন করছে, ঘরে ঘরে কান্না আর ক্ষোভ, তখন সাকিব কীভাবে সামাজিক মাধ্যমে আনন্দ করার পোস্ট দিতে পারেন?’

আরো পড়ুন  সাংবাদিকের ফোন কেড়ে পুলিশকে দিলেন সাকিব, যা বললেন প্রত্যক্ষদর্শী

তিনি আরও উল্লেখ করেন, সাকিবের বর্তমান অবস্থার জন্য শেখ হাসিনার সরকারকেও দায়ী করা যায়। আসিফ নজরুলের মতে, ‘এমন একটি রাষ্ট্রব্যবস্থা তৈরি হয়েছে যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে যে কোনো কাজ করা যায় এবং শাস্তি হয় না। এ ধরনের ব্যবস্থা অনেক মানুষকে বিভ্রান্ত করেছে, সাকিবকেও।’

তিনি সাকিবের প্রতি মানুষের বর্তমান ক্ষোভের বিষয়ে বলেন, ‘এতে আমার মায়া লাগে, তবে এই ক্ষোভ মোটেও অযৌক্তিক নয়।’

আরো পড়ুন  ‘ভারতের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ’

উল্লেখ্য, টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে সাকিব বলেছিলেন, সরকার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চান। তবে নিরাপত্তা শঙ্কার কারণে তার দেশে ফেরা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র থেকে আসার পথে দুবাইয়ে থামতে হয়েছে।

ফলে দেশের মাটিতে টেস্ট খেলে বিদায় নেওয়ার সুযোগ হলো না দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারের ।

সর্বশেষ সংবাদ