26 C
Dhaka
Saturday, October 19, 2024

সেলিনা হোসেনের পদত্যাগ প্রক্রিয়াধীন | কালবেলা

বাংলা একাডেমির সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সেলিনা হোসেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিনি বাংলা একাডেমিকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে তা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম।

ড. মোহাম্মদ আজম কালবেলাকে বলেন, সেলিনা হোসেন স্বাক্ষরিত পদত্যাগপত্র সংস্কৃতি মন্ত্রণালয়কে পাঠান হয়েছে। তবে সভাপতির পদত্যাগপত্র গৃহীত হওয়ার একটা প্রক্রিয়া রয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধমে রাষ্ট্রপতি এটি বাস্তবায়ন করবেন। সেটি সম্পন্ন না হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না, তিনি পদত্যাগ করেছেন। এটি যেহেতু প্রক্রিয়াধীন, তাই পদত্যাগপত্র গৃহীত হলে সেটি আমরা সবাইকে জানাব।

পদত্যাগের বিষয়ে সেলিনা হোসেন কালবেলাকে বলেন, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি একাডেমির সভাপতি পদে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ওই বছরের ৬ ফেব্রুয়ারি এই দায়িত্ব নেওয়ার আগে তিনি ৩৪ বছর চাকরিজীবন কাটিয়েছেন বাংলা একাডেমিতে।

আরো পড়ুন  যেসব জায়গায় লোডশেডিং দিতে বললেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ