26 C
Dhaka
Friday, December 6, 2024

যাত্রীবাহী ট্রেনে দুর্বৃত্তের হামলা

নোয়াখালী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ট্রেনের দুটি জানালার গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়।

বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টায় সোনাইমুড়ীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেলে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি সোনাইমুড়ী স্টেশন ছেড়ে আসলে ট্রেনে পাথর ও কাঠের টুকরা ছুড়তে থাকে একদল দুর্বৃত্ত। এ সময় ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত ‘ক’ বগির দুটি জানালার গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। তবে জানালার পাশে কোন যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আরো পড়ুন  খুতবায় আন্দোলনে নিহতদের কথা বলায় লাঞ্ছিত, চাকরি ছাড়লেন ইমাম

নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, দুর্বৃত্তের হামলায় উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি জানালার গ্লাস ভেঙে যায়। কারা কী উদ্দেশ্যে এ হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ