সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক সিরাতুন্নবী (স.) মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টায় প্রতাপনগর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আল-আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য শোভনালি ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা জামায়াত আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুর্তজা, সাবেক চেয়ারম্যান আলহাজ মাওলানা আব্দুল মান্নান। ইউপি চেয়ারম্যান আলহাজ আবু দাউদ ঢালী, অধ্যাপক মাওলানা আনোয়ারুল হক, মাওলানা রিয়াছাত আলী সরদার।
ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন শিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক, ওবায়দুল্লাহ তারেক, রোকনুজ্জামান, শাহাবুদ্দিন, মোনায়েম বিল্লাহ। কবিতা আবৃত্তি করেন মোস্তাগিছুর রহমান মোস্তাক। একক অভিনয় করেন বদিউর রহমান সোহেল, গাজী নয়ন ইসলাম, এবিএম নোমান আজাদ, শফিক আদনান, আবু তৈয়ব মেসবাহ প্রমুখ।