19 C
Dhaka
Thursday, December 5, 2024

ফেনসিডিল পাচারকালে সড়ক দুর্ঘটনায় চালক আহত

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধু (ইঞ্জিন চালিত বাহন)-যোগে ফেনসিডিল পাচারের সময় সড়ক দুর্ঘটনায় সবুজ (২৫) নামে এক চালক মারাত্মকভাবে আহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৬টার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুর বিটের নিকট এ ঘটনা ঘটে।

আহত গাড়িচালক উপজেলার ধোপাখালী গ্রামের সেলিমে ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলমসাধুতে বিচালি ভর্তি করে চুয়াডাঙ্গা যাওয়ার সময় মনোহরপুর বিটের নিকট পুলিশের উপস্থিততে টের পেয়ে গাড়িচালক গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে গাড়িটি উল্টে চালক সড়কের ওপর পড়ে মাথায়, বুকে মারাত্মকভাবে আঘাত পান।

আরো পড়ুন  প্রেমিকা নিয়ে দুই বন্ধুর দ্বন্দ্ব, একজনের মৃত্যু

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলমসাধুর ওপর বিচালির মধ্যে কৌশলে রাখা পাচারের ১৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

আরো পড়ুন  চুন্নুর বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন হাসনাত

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ১৪৩ বোতল ফেনসিডিল ও আলমসাধু গাড়িটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ