29 C
Dhaka
Thursday, November 21, 2024

খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের গেট

কাপ্তাই বাঁধের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় খুলে দেয়া হয়েছে ১৬টি গেট। রোববার (২৫ আগস্ট) সকালে বাঁধের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে।

এর আগে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। এজন্য ভাটি অঞ্চলে আতঙ্কিত না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

আরো পড়ুন  হাসপাতালের জরুরি বিভাগে থাকেন না চিকিৎসক

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেটুকু পানি নির্গমন হবে, তাতে কর্ণফুলী নদী বা ভাটি অঞ্চলে কোনো প্রভাব পড়বে না।

জানা গেছে, সপ্তাহব্যাপী টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

শনিবার বিকেল ৪টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭ দশমিক ৬৭ ফুট মেইন সি লেভেল (এমএসএল)।

আরো পড়ুন  ‘গণমানুষের আস্থা অর্জন করতে পেরেছে কালবেলা’
সর্বশেষ সংবাদ