19 C
Dhaka
Thursday, December 5, 2024

চুয়াডাঙ্গায় হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা কারাগারে

চুয়াডাঙ্গার জীবননগরে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। রোববার (২০ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পাকা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ঝুমুর আলী (৫০) আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ইউনিয়নের পাঁকা গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে।

আরো পড়ুন  নেত্রকোণার সেই বাড়িতে কাউকে পাওয়া যায়নি, অস্ত্র-হ্যান্ডকাফ উদ্ধার

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুন হোসের বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতে সোর্পদ করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর টগরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে ১২২ নেতা-কর্মীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা হয়েছে। জীবননগর পৌরসভার রাজনগর গ্রামের আনোয়ার হোসেন বাদী এই মামলা করেন।

আরো পড়ুন  যে কারণে কবর থেকে তোলা হলো পুলিশ কর্মকর্তার মরদেহ

সর্বশেষ সংবাদ