19 C
Dhaka
Thursday, December 12, 2024

বিধ্বস্ত অবস্থায় ‘বিগ বস ১৮’-এর মঞ্চে ফিরলেন সালমান

বলিউড ভাইজান সালমান খান। অনেকটা দাপটের সঙ্গেই জীবনযাপন করেন তিনি। কিন্তু এখন সময় একেবারই বদলে গেছে। তার ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকির মৃত্যুর পর বেড়েছে তার নিরাপত্তা। চাইলেও এখন অনেক কিছুই করতে পারছেন না তিনি। খবর: ইন্ডিয়া টুডে

বাবা সিদ্দিকির মৃত্যুর পর প্রথম কাজে ফিরলেন সালমান। বিধ্বস্ত অবস্থায় ‘বিগ বস ১৮’-এর মঞ্চে দেখা গেল তাকে। শুধু তিনিই নয়, তার গোটা পরিবার এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এমন ইঙ্গিতই দিলেন বলিউডের এই সুলতান।

আরো পড়ুন  ‘রঙিলা কিতাব’ আসছে ৮ নভেম্বর

বর্তমানে তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় আছেন। প্রতি মুহূর্ত কাটছে নিরাপত্তাবেষ্টনীতে। মুক্ত হয়ে ঘুরে বেড়ানোর কোনো সুযোগ নেই তার। আতঙ্কের প্রহর গুনছে গোটা পরিবার। কিন্তু কাজ থামাননি সালমান।
বর্তমানে ‘বিগ বস্ ১৮’-এর সঞ্চালনা করছেন তিনি। সেই অনুষ্ঠানেরই একটি পর্বের ভিডিও এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল।

ভিডিওতে স্পষ্টভাবে ফুটে ওঠে সালমানের বিপর্যস্ত মুখ। এরপরও তিনি অনুষ্ঠানে এসে অংশগ্রহণকারীদের নানা রকমের পরামর্শের পাশাপাশি প্রয়োজনে দেন বকুনিও।

আরো পড়ুন  শাকিব খানকে চান শখ  | কালবেলা

এরপর অবিনাশ মিশ্র নামে এক প্রতিযোগীর বিরুদ্ধে ঘরের অন্য সদস্যরা সালমানের কাছে অভিযোগ করেন, নারীরা নাকি তার জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই মন্তব্যের বিরোধিতা করেন সলমন।

এরপর তিনি বলেন, ‘নারীরা নাকি নিরাপদ বোধ করছেন না অবিনাশের সামনে। ভাবুন তো, এই অভিযোগ শুনে অবিনাশের বাবা-মায়ের কেমন লাগছে! আমি নিজে খুব ভালো বুঝতে পারছি। আমি জানি আমার বাবা-মাও কী কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার বিরুদ্ধেও কত অভিযোগ আনা হয়েছে!’

আরো পড়ুন  গণমাধ্যমে সহিংসতার সংবাদ আরও সংবেদনশীল করার আহ্বান মহিলা পরিষদের

এখানেই শেষ নয়। অনিচ্ছা সত্ত্বেও ‘বিগ বস্ ১৮’-এর সঞ্চালনা করছেন, জানালেন এ কথাও। এরপর তিনি আরও বলেন, ‘এখানে অনুভূতি বা ইচ্ছের কোনও জায়গা নেই। যেমন আজ আমার এখানে আসতেই ইচ্ছে করছিল না। কিন্তু কাজ তো করতেই হবে।’

এরপর নারী-সংক্রান্ত কারণে বহুবার মিডিয়ায় সমালোচনার শিকার হয়েছেন সালমান। সেই আক্ষেপের কথাও বিগ বসে এসে জানান সালমান।

সর্বশেষ সংবাদ