23 C
Dhaka
Thursday, November 21, 2024

শেখ হাসিনাকে ফেরত না দিলে আন্দোলন : রাশেদ প্রধান

শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলার মাটিতে ভারতবিরোধী আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহীদ আসিফ চত্বরে এক সংবর্ধনা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই বিষয়ে মন্তব্য না করে জানিয়েছেন, শেখ হাসিনা ভারতে আছেন এবং থাকবেন। কথাবার্তা পরিষ্কার, শেখ হাসিনাকে ১৮ নভেম্বরের মধ্যে ফেরত দেন নতুবা বাংলার মাটিতে ভারতবিরোধী আন্দোলন শুরু করা হবে।

আরো পড়ুন  শেখ হাসিনার দায় আ.লীগের সবার ওপর পড়ে না : কাদের 

ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের অন্যতম সমন্বয়ক ও জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকীর সাতক্ষীরায় আগমন উপলক্ষে জেলা জাগপা ছাত্রলীগের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

রাশেদ প্রধান বলেন, শেখ পরিবার বাংলাদেশে রাজনীতি করেছে নিজেদের সম্পদ বৃদ্ধি করা আর ভারতের সেবা করার জন্য। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার দুই কন্যা শেখ হাসিনা আর শেখ রেহানা ভারতে বসবাস করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুমতি এবং নিরাপত্তা না দিলে শেখ হাসিনা এবং রেহানা বাংলাদেশে প্রবেশ করতে পারতেন না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে এবারও তারা ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ পরিবার বাংলাদেশ নয়, হিন্দুস্তানকে তাদের দেশ মনে করে।

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতায় আপনারা বৈষম্য করবেন না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সব ছাত্র সংগঠন, সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং সব শ্রেণি-পেশার মানুষকে প্রাপ্য সম্মান দিন। শুধু জুলাই-আগস্ট গণহত্যা নয়, শেখ হাসিনার বিরুদ্ধে পিলখানা, শাপলাচত্বর, লগি-বৈঠা গণহত্যার বিচার করুন।

আরো পড়ুন  ‘জনগণকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না’ 

এতে আরও বক্তব্য দেন- সর্বদলীয় ছাত্রঐক্যের সাবেক মুখপাত্র ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আদনান, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি খালেদ মাহমুদ, বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, রাষ্ট্রসংস্কার ছাত্র আন্দোলনের সমন্বয়ক কবি আহমেদ ইসহাক, সাতক্ষীরা জেলা জাগপা ছাত্রলীগের প্রধান সমন্বয়ক মোতাহার নেওয়াজ মিনাল, জেলা জাগপা ছাত্রলীগের অন্যতম সমন্বয়ক আরিফ হোসাইন প্রমুখ।

আরো পড়ুন  সাড়ে ১৩ বছর আমরা অফিসে ঢুকতে পারিনি : জামায়াত আমির

সর্বশেষ সংবাদ