20.7 C
Dhaka
Friday, November 22, 2024

দেশজুড়ে ভয়াবহ ব্লাকআউটের কবলে কিউবা

দেশজুড়ে ভয়াবহ বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়েছে কিউবা। প্রধান পাওয়ার প্লান্টে ত্রুটি দেখা দেওয়ায় এ ভোগান্তির সৃষ্টি হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিউবার এক কোটি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। শুক্রবার গ্রিড কর্মকর্তারা জানান, বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করতে কত সময় লাগবে তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।

আরো পড়ুন  পশ্চিমবঙ্গের ইলিশপাতে বাগড়া বসিয়েছেন শেখ হাসিনা!

দ্বীপরাষ্ট্র কিউবা কয়েক মাস ধরে দীর্ঘ ব্লাকআউটের শিকার হচ্ছে। সেখানকার বৃহত্তম মাতানজাসে আন্তোনিও গুইটারাস পাওয়ার প্ল্যান্ট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বিদ্যুৎ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কাজ অব্যাহত থাকবে।

দেশটির বিদ্যুৎ সরবরাহের প্রধান কর্মকর্তা লাজারা গুয়েরার বলেন, বিদ্যুৎব্যবস্থা পুনরুদ্ধারে কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

আরো পড়ুন  ৪৫ ভারতীয়’র মরদেহ নেয়া হচ্ছে বিশেষ বিমানে


এর আগে দেশটির কর্মকর্তারা জানান, সোমবার পর্যন্ত নাইটক্লাবসহ সব স্কুল এবং অপ্রয়োজনীয় কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া কিছু কর্মীদের বাড়ি থাকতে এবং কম গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবাগুলোকে স্থগিত করা হয়েছিল।

ন্যাশনাল ইলেকট্রিক ইউনিয়নের (ইউএনই) প্রধান আলফ্রেডো লোপেজ ভালদেস বলেন, বিদ্যুৎবিভ্রাটের কারণে দ্বীপটি এখন চ্যালেঞ্জিং পরিস্থিতির ‍মুখোমুখি হয়েছে।

আরো পড়ুন  রাইসির মরদেহ উদ্ধার, পাঠানো হচ্ছে তাবরিজে

এদিকে দিনব্যাপী ব্লাকআউটের কারণে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছেন। তবে দেশটিতে এমন ঘটনা প্রথম নয়, এর আগে ২০২১ সালের জুলাই মাসেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

সর্বশেষ সংবাদ