19 C
Dhaka
Friday, November 22, 2024

আহত পথশিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাকায় আহত পথশিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান। চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে পথশিশুরাও রাজপথে নেমে এসেছিল।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর গুলিস্থানে বেশকয়েকজন পথশিশুর সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আরো পড়ুন  খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রক্রিয়া শুরু

পুলিশের গুলিতে সুমন, ইব্রাহিম, হৃদয় ও বৃষ্টিসহ আহত পথশিশুদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ।

আরো পড়ুন  দানব সরে গেছে, বিপদ শেষ হয়নি : মির্জা ফখরুল

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের ডা. তৌহিদুর রহমান আউয়াল, সেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল বাশার, যুগ্মসম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মশিউর রহমান মোহান, ছাত্রনেতা রুবেল প্রমুখ।

আরো পড়ুন  এমপি আনারকে টুকরো টুকরো করা হয়েছে

সর্বশেষ সংবাদ