21 C
Dhaka
Tuesday, December 10, 2024

কুড়িগ্রামে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরুবাহী ভটভটি উল্টে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে ফুলবাড়ী-বড়বাড়ী সড়কের টিকটিকির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম (৫০) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের মৃত কপুর উদ্দিনের ছেলে। আহতরা হলেন, একই ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মোঘল মিয়া (৪৫), রইস উদ্দিন (৫০) ও সেলিম মিয়া (৩৫)।

আরো পড়ুন  যে গ্রামের প্রতিটি বাড়ি যেন মদ তৈরির কারখানা

নিহতের স্বজন জলিল পারভেজ বলেন, রোববার সকালে শহিদুল ইসলামসহ ব্যবসায়ীরা ভটভটিতে গরু নিয়ে বিক্রির জন্য লালমনিরহাটের বড়বাড়ি হাটের উদ্দেশ্যে রওয়ানা হন। ভটভটিটি টিকটিকির হাট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকা ভেঙে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল নিহত হন এবং অন্যরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।

আরো পড়ুন  শাল্লায় প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ৪

ফুলবাড়ী থানার ওসি মনিরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ