17 C
Dhaka
Tuesday, December 10, 2024

আমিরাতের মধ্যস্থতায় ১৯০ বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ১৯০ জন যুদ্ধবন্দি বিনিময় করেছে। শুক্রবার গভীর রাতে দুই দেশ এ বিনিময়ে ৯৫ জন করে মোট ১৯০ জন বন্দিকে মুক্তি দিয়েছে।

আড়াই বছর ধরে চলা যুদ্ধে এটি দুই পক্ষের ৫৮তম যুদ্ধবন্দি বিনিময়ের ঘটনা। শুধু আমিরাতের মধ্যস্ততায় বন্দি বিনিময় হয়েছে ৯ বার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরো পড়ুন  রুশ সামরিক বাহিনীতে বিদেশি সেনা অন্তর্ভুক্তির অভিযোগ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত সৈন্যরা বেলারুশে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

রুশ সামরিক বাহিনীর একটি ভিডিওতে দেখা গেছে, বাসে উঠছেন হাস্যোজ্জ্বল সেনারা।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিনিময়কে আমিরাত এবং রুশ-ইউক্রেনের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে।

ইউক্রেনের মানবাধিকারবিষয়ক কমিশনার দিমিত্রো লুবিনেটস জানিয়েছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এটি ৫৮তম বন্দিবিনিময়।

আরো পড়ুন  কোমল পানীয়র বোতলের মুখ খুলতেই মিলল ‘জীবন্ত প্রাণী’

সর্বশেষ সংবাদ