19 C
Dhaka
Thursday, December 5, 2024

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের ভূরুলিয়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। তার আনুমানিক বয়স ৩০-৩৫ বছর। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন  মা-বাবা-ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফাজ্জল

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান কালবেলাকে বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ