17 C
Dhaka
Tuesday, December 10, 2024

রাজধানীর মোহাম্মদপুরে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ডাকাতি

রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় দিনেদুপুরে গাড়িতে ভাঙচুর চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (২০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক হয়ে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড ৩ নম্বর সড়ক দিয়ে নেসলে কোম্পানির পণ্য পরিবহনকারী একটি গাড়ি যাচ্ছিল। এ সময় চারজন মোটরসাইকেলে এসে গাড়িটির পথ আটকায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির সামনের কাচ ভেঙে দেয়। পরে চালক গাড়ি থামালে গাড়ির ভেতরে থাকা টাকা লুট করে নেয় ডাকাতরা।

আরো পড়ুন  স্বার্থপর সঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ভুল করছেন নাতো, বুঝবেন যেভাবে

নেসলের পণ্য বিতরণকারী প্রতিষ্ঠানের নাম এসএ এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির গুদামের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, তাদের প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম গাড়িতে করে টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। পথে গাড়ি থামিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

ঘটনাস্থলের আশপাশের কয়েকটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাতির পর জনসমক্ষেই পালিয়ে যায় ডাকাতরা। মোটরসাইকেলযোগে বেড়িবাঁধ সড়ক ধরে ঢাকা উদ্যান এলাকার দিকে যেতে দেখা যায় তাদের।

আরো পড়ুন  আন্দোলনে শিক্ষার্থী নাদিম হত্যা মামলায় তাঁতী লীগের সভাপতি গ্রেপ্তার

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ