20 C
Dhaka
Monday, December 9, 2024

রজনীকান্তের আরও একটি ঝড়  

মেগাস্টার রজনীকান্ত। বয়স যেন তার কাছে কিছুই না। এ বছরের ডিসেম্বরে ৭৩ থেকে ৭৪-এ পা দিবেন তিনি। কিন্তু তাতে কী! সিনেমাহলে এ অভিনেতার সিনেমা মানেই দর্শক উন্মাদনা। যা এবারও বজায় থাকল। ১০ অক্টোবর মুক্তি পায় তার নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’। এটি মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় শুরু হয়। খবর : মিন্ট

আরো পড়ুন  বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক!

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুসারে, তামিল ভাষার ‘ভেট্টিয়ান’ মুক্তির ১০ দিনে শুধু ভারতে আয় করেছে ১৪৫.৬৫ কোটি রুপি। বিদেশে আয় করেছে ৭৩ কোটি রুপি। মুক্তির ১০ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২১৮.৬৫ কোটি রুপি। তাই ধারণা করা হচ্ছে দুই সপ্তাহ পার হওয়ার আগেই এর আয় ৩০০ কোটি রুপিতে গিয়ে ঠেকবে।

আরো পড়ুন  সেই রিকশাওয়ালা ছুঁয়ে গেছে স্বস্তিকার হৃদয়

অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকেও। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন— ফাহাদ ফসিল, রানা দাগ্গুবতি, মঞ্জু ওয়ারিয়র, ঋতিকা সিং, রোহিনী, রাও রমেশ। সিনেমাটি পরিচালনা করেছেন টি জে জ্ঞানভেল।

সর্বশেষ সংবাদ