20.7 C
Dhaka
Friday, November 22, 2024

ছাত্র আন্দোলনে আহত ২ রোগীর চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২ রোগীর চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন করার জন্য অতি সংবেদনশীল কর্নিয়াল টিস্যু সরবরাহ করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২ জন রোগীর চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের জন্য সেবা ফাউন্ডেশন, ইউএসএ এবং নেপাল থেকে এ টিস্যু বাংলাদেশের জন্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

আরো পড়ুন  ঢাকায় বোমা তৈরির কারখানার সন্ধান, ঘিরে রেখেছে র‌্যাব

এর আগে সেবা ফাউন্ডেশন থেকে ৪০টি কর্নিয়া পাবার আশ্বাস পাওয়া গেছে। এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্দোলনে আহত ২ জনের চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হবে।

৪ ঘণ্টার ভেতর এ অপারেশন করতে হয় বিধায় জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানে এ কর্নিয়া দেশে আসছে। সার্জারি শেষে এ ব্যাপারে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসক এবং কর্তৃপক্ষ প্রেস ব্রিফিং করবে।

আরো পড়ুন  রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আজ গণজমায়েত

সর্বশেষ সংবাদ