29 C
Dhaka
Saturday, November 30, 2024

নড়াইলে সিঁধ কেটে প্রধান শিক্ষককে হত্যা

নড়াইলের লোহাগড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে সবিতা রাণী বালা (৫০) নামে এক প্রধান শিক্ষিককে হত্যা করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের রথখোলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান।

নিহত সবিতা রাণী বালা উপজেলার দৌলতপুর গ্রামের পরিতোষ কুমার মন্ডলের স্ত্রী এবং চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

আরো পড়ুন  প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সবিতা রাণী বালা স্কুলশিক্ষক থাকার কারণে তিনি গভীর রাত পর্যন্ত ঘরে বসে ল্যাপটপে কাজ করতেন। তার স্বামী বাড়িতে থাকা মন্দিরে পূজা-অর্চনা করে পাশের ঘরে ঘুমিয়ে থাকেন।

নিহতের স্বামী পরিতোষ কুমার মন্ডল জানান, স্বামী-স্ত্রী তারা দুজন আলাদা আলাদা ঘরে ঘুমিয়েছিলেন। পূজা করার জন্য তিনি রাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পায়। বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পাওয়ায় স্বামীর সন্দেহ হলে স্ত্রীর রুমে গিয়ে দেখে স্ত্রীকে হত্যা করা হয়েছে। এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে যান এবং বাইরের দরজা খুলে তাদের উদ্ধার করে। পরে স্বামী পরিতোষসহ প্রতিবেশীরা বাইরে বের হয়ে দেখতে পায় ঘরের পূর্ব পাশ দিয়ে দুর্বৃত্তরা সিঁধ কেটে (মাটি খুঁড়ে) ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।

আরো পড়ুন  ভারতীয় মিডিয়ার রিপোর্ট ভাড়া ফ্ল্যাটে খুন করা হয় এমপি আনারকে

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, রাত পৌনে ৪ টার দিকে মোবাইলের মাধ্যমে ঘটনা জানতে পেরেছি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ সময় পুলিশ এসে লাশের মুখের মধ্যে কাপড় ঢুকানো দেখতে পাই। স্বামী পরিতোষের বক্তব্য অনুসারে স্বর্ণালংকার ও ল্যাপটপ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা এসব নিয়ে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন  ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান অপরিসীম : বিএনপি নেতা আজাদ

সর্বশেষ সংবাদ