29 C
Dhaka
Thursday, November 21, 2024

জবির শাটল ট্রিপে যুক্ত হলো নতুন দুই বাস

শিক্ষার্থীদের ভোগান্তি ও যানজটের সমস্যা থেকে পরিত্রাণে রাজধানীর কয়েকটি রাস্তায় দুটি শাটল ট্রিপ বাস চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসন।

সোমবার (২১ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, শাটল ট্রিপে যুক্ত হওয়া দুটি একতলা বাস প্রতিদিন সকাল সাড়ে ১১ থেকে রাজধানীর দুটি রাস্তায় চলাচল করবে।

আরো পড়ুন  এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানা গেল

রুট দুটি হলো- বিশ্ববিদ্যালয় থেকে গুলিস্তান, নগর ভবন, দোয়েল চত্বর, সচিবালয়, জিরো পয়েন্ট থেকে জবি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দয়াগঞ্জ মোড়, জুরাইন, ধোলাইপাড়, যাত্রাবাড়ী, জনপদ মোড়, দয়াগঞ্জ মোড় হয়ে পুনরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

এর আগে জবির নিজস্ব অর্থায়নে ক্রয় করা একটি দ্বিতল বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে দয়াগঞ্জ, সায়েদাবাদ, খিলগাঁও রেলগেট, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলিস্তান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করে। আসন সংকুলান না হওয়ায় শাটল বাসে আরও বাসযুক্ত করার দাবি জানান শিক্ষার্থীরা।

আরো পড়ুন  এবার প্রকাশ্যে জবি ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক

প্রসঙ্গত, শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাসের শাটল ট্রিপ চালুর ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

সর্বশেষ সংবাদ