31 C
Dhaka
Wednesday, October 30, 2024

যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দিন : দুদু

যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) উদ্যোগে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং ছাত্র-জনতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশ হয়।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার আপনাদের প্রতি সমর্থন আছে। সেই সমর্থনকে অকার্যকর-অবজ্ঞা করবেন না। যা সংস্কার করার দরকার সেটা যত দ্রুত সম্ভব সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন।

আরো পড়ুন  হাসিনা কখনো দেশের মানুষের জন্য রাজনীতি করেননি : নিরব

তিনি বলেন, বাজারের অবস্থা ভালো না। সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও তেমন ভালো না। অথচ এই সরকারের প্রথম কাজ ছিল এসব নিয়ন্ত্রণ করা এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেওয়া। সে উদ্যোগ, সে কাজ আমরা লক্ষ করছি না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, নানা দিক থেকে নানা কথা শোনা যাচ্ছে। আপনারা সংস্কার করুন। তবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা ছাড়ার ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে দুদু বলেন, বাংলাদেশের শ্রমিক-কৃষক-জনতা যদি না বাঁচে, তাহলে সরকার থাকা আর না থাকা সমান কথা। সে জন্য যারা দেশের সাধারণ জনগণ, ছাত্র-জনতাকে হত্যা করেছে- তাদের বিচারের আওতায় আনতে হবে।

আরো পড়ুন  হেফাজতে ইসলামের ভোলা জেলা কমিটি গঠন

তিনি বলেন, এ দেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি। ভোট দেওয়ার আশায়, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করেছে তারা। তাই কবে কোন দিন নির্বাচন দেবেন, দিন-তারিখ ঠিক করে কাজ শুরু করেন। তাহলে একটা ফলাফল পাওয়া যাবে।

জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন- এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মাযাহারুল হক মিঠু, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন প্রকাশ, জাগপার সহ-সভাপতি এমএ ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি হোসেন মোবারক, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ শাহিন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ নেতা।

আরো পড়ুন  আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

সর্বশেষ সংবাদ