বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে বলে জানিয়েছেন দলের প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
সোমবার (২১ অক্টোবর) নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন প্রান্তে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপি গত ১৬ বছর ধরে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিল। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার অন্য কোনো পথ বিএনপি চিন্তা করে না, বিএনপি সে পথ চিনেও না। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিএনপি জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়।
যুবদল সাধারণ সম্পাদক বলেন, এ দেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি। ভোট দেওয়ার আশায়, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করেছে তারা।
তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ চাই। ফ্যাসিবাদ চলে গেছে। কিন্তু দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং টেন্ডারবাজরা যদি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায়, তাহলে শহীদদের স্বপ্ন ব্যর্থ হবে। নেতাকর্মীদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর বার্তা- স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ কোনো অবস্থাতেই মোটরসাইকেলের শোভাযাত্রা করবেন না। কোনো প্রকার চাঁদাবাজি-দখলবাজিতে জড়িয়ে পড়া যাবে না।
এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি (রংপুর বিভাগ) ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, নীলফামারী জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী ছাড়াও সংশ্লিষ্ট উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।