17 C
Dhaka
Tuesday, December 10, 2024

আওয়ামী ঘনিষ্ঠদের নিয়েই গঠিত হচ্ছে ইফার বোর্ড অব গভর্নরস

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) বোর্ড অব গভর্নরস পুনর্গঠন করা হচ্ছে। অভিযোগ বিতর্কিত এবং আওয়ামী ঘনিষ্ঠ আলেমদের নিয়েই গঠিত হচ্ছে নবগঠিত ইফার বোর্ড অব গভর্নরস।

সূত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ১৩ সদস্যবিশিষ্ট বোর্ড অব গভর্নরস গঠন করা হয়। ওই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় ৭ মার্চ। কমিটির মেয়াদ তিন বছর হলেও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস পর নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা২৪.কমকে বলেন, ‘বিতর্কিত এবং আওয়ামী ঘরানার আলেমদের নিয়েই গঠিত হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস।’

জানা গেছে, রোববার (৩ নভেম্বর) ধর্ম উপদেষ্টার দফতর থেকে এ সংক্রান্ত প্রস্তাবনা প্রধান উপদেষ্টার দফতরে পাঠানো হয়েছে।

নবগঠিত বোর্ড অব গভর্নরসে যুক্ত হতে যাচ্ছেন- রাজশাহীর মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বীপি (প্রিন্সিপাল, জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ, বাখরাবাজ, কাটাখালি), কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, চট্টগ্রাম ছিপাতলী জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহ ফরিদ উদ্দিন, চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি।

আরো পড়ুন  গভীর রাতে সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাস

ধর্ম সচিব মু. আব্দুল হামিদ জমাদারের শেষ কর্মদিবসে এ নথি স্বাক্ষরের মাধ্যমে তা অনুমোদন হচ্ছে বলে জানা গেছে।

রাজশাহীর মাওলানা জামাল উদ্দিন মাদানী বিগত সরকারের আমলে গঠিত বোর্ডের সদস্য ছিলেন। তিনি রাজশাহীর বাকরাবাজ হুসাইনাবাদ কাটাখালী মাদরাসার অধ্যক্ষ ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আস্থাভাজন হিসেবে পরিচিত। তার নেতৃত্বে জেল হত্যা দিবসে বিশেষ দোয়া ও কোরআনখানির অনুষ্ঠান হতো। আওয়ামী লীগের ঘনিষ্ঠ বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেনের বিভিন্ন প্রোগ্রামেও তিনি অংশ নিয়েছেন।

আরো পড়ুন  বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ

মাওলানা উবায়দুর রহমান খান নদভী সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের এনজিও ‘বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন’ আয়োজিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে জাতির জন্য আল্লাহর নেয়ামত হিসেবে উল্লেখ করেন। ওই অনুষ্ঠানে তিনি শেখ হাসিনাকে পীর-আউলিয়াদের বংশধর এবং তাহাজ্জুদগুজার বলে মন্তব্য করেন। এমনকি বেফাকে চাকরি নেওয়ার আগে, এই প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যায়িত করে প্রকাশ্যে নানা বক্তব্য প্রদান করেন।

তার আরেক ভাই ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিউর রহমান খান প্রকাশ্যে টিভি চ্যানেলে এসে বলেন, তিনিই প্রথম শেখ মুজিব এবং তার পরিবারকে শহীদ আখ্যায়িত করেছেন।

চট্টগ্রাম ছিপাতলী জামেয়া গাউছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহ ফরিদ উদ্দিন। তিনি সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ঘনিষ্ঠ ছিলেন। গত সরকারের আমলে তাকে ইসলামি ও আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সদস্য নির্বাচিত করা হয়। তাকে শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে বিভিন্ন পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে। যদিও বার্তা২৪.কম-এর কাছে তিনি দাবি করেছেন, ‌‌দায়িত্ব পালনের জন্য এমপি-মন্ত্রীদের সঙ্গে যতটুকু সম্পর্ক রাখতে হয়, ততটুকু ছিল। এর বেশি কিছু নয়।’

আরো পড়ুন  ভ্যানে লাশের স্তূপ: পুলিশ বাহিনী সংস্কার প্রসঙ্গে যা বললেন পরিবেশ উপদেষ্টা

তার বাবা চট্টগ্রাম আজিজিয়া কাজেমী কমপ্লেক্স (ট্রাস্ট) বাংলাদেশের প্রতিষ্ঠাতা, চট্টগ্রামের ছিপাতলী আলীয়া মাদরাসাসহ বহু মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুলজু হক আল-কাদেরি (রহ.)।

উল্লেখ্য, সরকারি অর্থে পরিচালিত মুসলিম বিশ্বের অন্যতম একটি বৃহৎ সংস্থা ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাকাল থেকে সারাদেশে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ফাউন্ডেশনের সার্বিক নীতি নির্ধারণ, নির্দেশনা প্রদান, কার্যক্রম গ্রহণ, তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের জন্য সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামি চিন্তাবিদ ও সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি বোর্ড অব গভর্নরস রয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, উপদেষ্টা এই বোর্ডের চেয়্যারম্যান এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বোর্ডের সদস্য সচিব থাকেন।

সর্বশেষ সংবাদ