20 C
Dhaka
Sunday, January 19, 2025

সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভারে অজ্ঞাত গাড়ির চাপায় নাহিদ মাহমুদ (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (৬ মে) ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া পরিবহনটি শনাক্ত করতে পারেনি পুলিশ।

নিহত নাদিম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জামির্তা এলাকার মোহসীন আলীর ছেলে। তিনি মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন।

আরো পড়ুন  এসএসসির ফলাফলে সেরা ১০ স্কুল

হাইওয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে নাহিদ মাহমুদ যাচ্ছিলেন। তিনি মহাসড়কের পুলিশ টাউনের সামনে গেলে অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে। একইসঙ্গে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন  মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হাফেজ নিহত
সর্বশেষ সংবাদ