17 C
Dhaka
Sunday, January 19, 2025

আ.লীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

বরিশালের বাকেরগঞ্জে এক আওয়ামী লীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই আওয়ামী লীগ নেতার নাম মো. জাকির হোসেন মৃধা।

জাকির হোসেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। এ ছাড়া বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশীবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য তিনি।

ভিডিওতে দেখা গেছে, খালি গায়ে ঘরে বসে ইয়াবা সেবন করছেন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মৃধা। মুখে ইয়াবা সেবনের পাইপ। কেউ একজন তার মুখে আগুন ধরে আছেন। আগুনের তাপে গলে যাওয়া ইয়াবার ধোঁয়া টেনে নিচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন । তাদের মধ্যে কেউ একজন ভিডিও ধারণ করেছিলেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

আরো পড়ুন  আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!

জানতে চাইলে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মৃধা কালবেলাকে বলেন, আমি ইয়াবা সেবন করি না এবং এর সঙ্গে জড়িত নই। আমার মুখে ধরিয়ে দিয়ে ওরা ভিডিও করে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

বাকেরগঞ্জ থানা ওসি আফজাল হোসেন বলেন, আমি দেখিনি। যদি ওই রকম কিছু হয়ে থাকে তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন  রাতের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়
সর্বশেষ সংবাদ