27 C
Dhaka
Monday, July 1, 2024

বজ্রপাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, যানজট

পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় বজ্রপাতে কারিগরি ত্রুটিতে টোল আদায় বিঘ্নিত হয়েছে। টোলস্কেলে বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার (৭ মে) সেতুর মাওয়া প্রান্তে টোল দেয়ার অপেক্ষায় প্রায় ৩ কিলোমিটার যানজট দেখা দেয়। এর মধ্যে ট্রাকের লাইনটিই লম্বা ছিল বেশি।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন  রাত ১টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়, হুঁশিয়ারি সংকেত

তিনি জানান, রাত ৩ থেকে ৪ টার দিকে বজ্রপাত হয়। এতে টোলস্কেলে মাদারবোর্ডে সমস্যা হয়েছিল। তবে সকালে সেটি ঠিক করা হয়।

মাওয়া ট্রাফিক পুলিশের পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার জানান, এক থেকে দেড় ঘণ্টার মতো যানজট ছিল। তবে বেলা সাড়ে ১০টার দিকে টোল আদায় শুরু হওয়ায় এখন সড়কের চিত্র স্বাভাবিক।

পদ্মা সেতু চালুর পর ২২ মাসে এই প্রথম এমন ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানান।

আরো পড়ুন  সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বিদ্যুৎস্পৃষ্টের নাটক মায়ের

কোরিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান এই সময় টোল আদায়ের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত৷ কেনো বজ্রপাত নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না হয়ে সিস্টেম ক্ষতিগ্রস্ত সে ব্যাপারে দায়িত্বশীলরা কোন কথা বলতে রাজি হননি।

সর্বশেষ সংবাদ