35.2 C
Dhaka
Tuesday, June 25, 2024

ভোটের আগেই সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় ভোটের আগের রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. নূরুউদ্দিন মারা গেছেন। মঙ্গলবার (৮ মে) রাত পৌনে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (৮ মে) উপজেলা পরিষদ নির্বাচনে হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল তার।

মো. নূরুউদ্দিন (৫৭) মতলব উত্তর উপজেলার ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

আরো পড়ুন  ‘মৃত্যুর জন্য তুমি দায়ী বাবা, আমার প্রিয় মানুষটাকে আদালতে ঘুরাবা না’

ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার জানান, মঙ্গলবার এশার নামাজের পর বুকে ব্যথা দেখা দিলে মো. নূরউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানেই মারা যান তিনি। মৃত মো. নূরউদ্দিন স্ত্রী ছাড়াও এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যুর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। কারণ সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

আরো পড়ুন  আগুনে পুড়ল ৬ ব্যবসায়ীর স্বপ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ৯৯টি ভোটকেন্দ্র। এসব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে দুই লাখ ৭৮ হাজার ভোটার রয়েছেন। আর চেয়ারম্যান পদে তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নারী ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় লাভলী চৌধুরী নামে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, মতলব দক্ষিণ উপজেলা পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে ৫৮টি ভোটকেন্দ্রে নারী ও পুরুষ মিলিয়ে এক লাখ ৯৮ হাজার ভোটার রয়েছেন। আর চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শওকত হোসেন বাদল।

আরো পড়ুন  সন্ধ্যার মধ্যে তীব্র ঝড় যেসব অঞ্চলে

অন্যদিকে, বুধবার দুপুর পৌঁনে ২টা পর্যন্ত এই দুই উপজেলায় ভোটগ্রহণ চলার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ